কোলকাতা:শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হল সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা।আনুষ্ঠানের উদ্ভোধন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।বাংলা আকাদেমি-র উদ্যোগে রবীন্দ্রসদন-ওকাকুরা ভবন সংলগ্ন প্রাঙ্গণে শুরু হয়েছে উৎসব।১১ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারি প্রর্যন্ত চলবে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা।উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক বক্তৃতাসহ আলোচনাসভা,কবিতা ও গল্প পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন উপস্থিত ছিলেন, গায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন, কবি জয় গোস্বামী প্রমূখ।সদ্য প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে থাকছে বিশেষ আয়োজন স্মরণ অনুষ্ঠান।
শুরু হল সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা
শনিবার,১২/০১/২০১৯
722
বাংলা এক্সপ্রেস---