জেলায় চালু হলো পরিবহণ দপ্তরের উদ্যোগে স্মার্ট কার্ড


শুক্রবার,১১/০১/২০১৯
442

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: আজ থেকে জেলায় চালু হলো পরিবহণ দপ্তরের উদ্যোগে স্মার্ট কার্ড। জেলার সমস্ত ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের এবার থেকে কাগজের যে কার্ড এত দিন চলত তার পরিবর্তে এবার দেয়া হচ্ছে পিভিসি স্মার্ট কার্ড। আজ আনুষ্ঠানিকভাবে এই পিভিসি বা স্মার্ট কার্ড এর উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধী, উপস্থিত ছিলেন এম ভি আই দপ্তরের আধিকারিকরা।

আজকে ৭ জনের হাতে এই স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় জেলাশাসক এর মাধ্যমে। আগামী দিনে জেলার সমস্ত ড্রাইভিং লাইসেন্স হোল্ডার কারীদের এভাবে এক এক করে স্মার্ট কার্ড তুলে দেয়া হবে। এই ধরনের ডিজিটাল কার্ড বা স্মার্ট কার্ড বা পিভিসি কার্ড পেয়ে যথেষ্ট খুশি গ্রাহকরা কারণ এতোদিন পর্যন্ত কাগজের কার্ড নিয়ে তাদেরকে গাড়িতে বহন করতে সমস্যা হত। স্মার্ট কার্ড থাকলে তাদের পক্ষে বহন করা অনেকটাই সুবিধা বলে তারা মনে করছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট