দক্ষিণ ২৪ পরগণা জেলা বইমেলা ২৩ জানুয়ারি


শুক্রবার,১১/০১/২০১৯
622

সাদ্দাম হোসেন মিদ্দে---

বারুইপুর:২০১৯ দক্ষিণ ২৪ পরগণা জেলা পুস্তকমেলা শুরু হচ্ছে ২৩ জানুয়ারি।এবারের জেলা বইমেলা ভাঙড়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।ভাঙড় কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী চলার পর ২৯ জানুয়ারি মেলা শেষ হবে।মেলা প্রতিদিন দুপুর ১২ টায় শুরু হয়ে রাত্রি ৮ টায় শেষ হবে।মেলার আয়োজনের মূল দায়িত্বে জেলা পরিষদ।সহযোগিতা করবে ভাঙড় বইমেলা কমিটি।

মেলা সুষ্ঠভাবে পরিচালনার জন্য দুদফায় আলোচনায় বসে জেলা প্রশাসন ও ভাঙড় বইমেলা কমিটি।আলোচনায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সহসভাধীপতি,শিক্ষা কর্মাধ্যক্ষ,জেলা গ্রন্থ আধিকারিক ও ভাঙড় বইমেলা কমিটির সদস্যরা। সহসভাধীপতি জেলা বইমেলাকে সুষ্ঠ ও সুন্দর করতে জেলা পরিষদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন,ভাঙড় আমার অত্যন্ত পরিচিত এলাকা।এখানে বইমেলা করতে পেরে আমরা খুশি।বইমেলা কমিটির পক্ষথেকে জানানো হয়েছে,মানুষকে বইমুখি করতে অভিনব কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ভ্রাম্যমান লাইব্রেরি।যেটা বইয়ের পসরা নিয়ে পৌঁছে যাবে মানুষের কাছেই।মেলার বিশেষ আকর্ষণ হল সেল্ফি কন্টেস্ট,ক্যুইজ,হাতের কাজ প্রভৃতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট