নিজস্ব প্রতিবেদন ঃ শুরু থেকে হোম টিম সংযুক্ত আরব আমিরশাহীকে চাপেই রেখেছিল ভারত। গোলের কাছে গিয়ে বার কয়েক নিশ্চিত গোলের সুযোগও নষ্ট করল। যার খেসারত দিতে হল ভারতীয় দলকে। ভারত প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকে। শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এখন ভারতকে। তবে ভারতীয় দল যেভাবে খেলেছে তা সত্যি অনবদ্য। ভাগ্যের কাছে পরাজিত হল ভারতীয় দল এমন মনে করছেন অনেকে।
ভারতকে ২-০ গোলে হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহী
শুক্রবার,১১/০১/২০১৯
588
বাংলা এক্সপ্রেস---