ব্লক প্রশাসন ও কন্যাশ্রী যোদ্ধাদের তৎপরতায় বন্ধ হল নাবালিকার বিয়ে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামে। গ্রামের পেশায় দিন মজুর নিমায় মাঝি তার নাবালিকা টুসী মাঝি(১৬) এর বিয়ে ঠিক করেছিলেন পাশের বেলডাঙা থানার সিধ খালি গ্রামে।টুসী মাঝি স্থানীয় মালোপাড়া হাইস্কুলের অষ্টম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেছে অভাবের তাড়নায় পড়াশুনা বন্ধ। পাত্র বিশ্বজিৎ হাজরা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আগামী ২৫ শে জানুয়ারি ছিল বিয়ের দিন আয়োজন প্রায় হয়ে গিয়েছিল।
কিন্তু গোপনে নাবালিকার বিয়ের খবর পেয়েই বুধবার সন্ধেয় নাবালিকার বাড়িতে হাজির হন ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল, যুগ্ম বিডিও উদয় কুমার পালিত ও কন্যাশ্রী যোদ্ধারা। নাবালিকার পরিবারকে বোঝানো হয় বাল্যবিবাহ এর কুফল এবং আইন সম্পর্কে। নাবালিকার বাবা নিমায় মাঝি সব বুঝেশুঝে প্রশাসনকে মুচলেকা দেন মেয়ে সাবালিকা হলে তবেই মেয়ের বিয়ে দেবেন। নাবালিকা টুসী মাঝি ও তার ভাই বোনের পড়াশুনার সব দায়িত্ব নেন ও বাড়ি তৌরি ও শৌচাগার তৌরির দায়িত্য নিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও পুর্নেন্দু স্যানাল।তিনি বলেন নাবালিকা যাতে করে পড়াশুনা চালিয়ে যেতে পারে তার সমস্ত ব্যবস্থা করবে প্রশাসন। সে যাতে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পায় তার ও ব্যবস্থা করা হবে।