আজ সামাজিক সুরক্ষা যোজনা সপ্তাহ উদযাপিত হল উত্তর ২৪ পরগনার রাজারহাটে


বৃহস্পতিবার,১০/০১/২০১৯
494

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ আজ উত্তর ২৪ পরগনার রাজারহাটে উদযাপিত হল সামাজিক সুরক্ষা যোজনা সপ্তাহ।আজ সকাল থেকেই রাজারহাট ২১১ বাসস্ট্যান্ড এর কাছে একটি স্থানে ফর্ম বিলি করা হয়।তাই সকাল থেকেই এলাকার সাধারণ মানুষ এর ভিড় ছিল রাজারহাট চত্বর জুড়ে।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্প শুরু হয়ছে রাজ্যের বিভিন্ন জেলায়।এদিন উপস্থিত ছিলেন রাজারহাট অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।সকাল থেকেই সাধারণ মানুষ লাইন দিয়ে ফর্ম সংগ্রহ করেন এছাড়া তাদেরকে পঞ্চায়েত সমিতির সদস্যরা সামাজিক সুরক্ষা যোজনার বিষয়বস্তু তাদের সামনে উপস্থাপন করেন।রাজারহাট অঞ্চলের প্রাক্তন প্রধান জলিদাস জানান সাধারণ মানুষকে সামাজিক সুরক্ষা যোজনা আওতায় নিয়ে আসার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন এছাড়া তিনি আরও জানার সকল শ্রেনির অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্য তাদের আজকের এই কর্মসুচী।এদিন বহু সাধারণ মানুষ ফর্ম সংগ্রহ করেছেন,আধিকারিক দের কাছে বুঝে নিয়েছেন আজকের এই সুরক্ষা যোজনা সম্পর্কে। এছাড়া পঞ্চায়েতের অন্যন্য সদস্যগন জানান আজকের এই উদ্যেগে সাধারণ মানুষ ব্যাপক ভাবে সাড়া দিয়েছেন।সব মিলিয়ে সামাজিক দিক থেকে সচেতন করার লক্ষ্য নিয়ে ও স্বনিযুক্ত পেশায় কর্মরত শ্রমিকদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে তাদের আজকের এই প্রয়াস।সব শেষে বলা চলে সকাল থেকে তারা যেভাবে সাধারণ মানুষকে রাজ্য সরকারের এই প্রকল্প কে সকলের সামনে তুলে ধরেছেন আর যেভাবে সাধারণ মানুষ তাতে সাড়া দিয়েছেন, তাতে বলা চলে আজকে তাদের এই প্রয়াস স্বার্থক হয়েছে।

 

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট