আবারও আফ্রিকার শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হলেন সালাহ


বৃহস্পতিবার,১০/০১/২০১৯
591

বাংলা এক্সপ্রেস---

আফ্রিকান শ্রেষ্ঠ ফুটবলারের সম্মান জিতলেন ইজিপ্ট ও বর্তমান লিভারপুলের ফরওয়ার্ড মুহাম্মদ সালাহ। এটা নিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য শ্রেষ্ঠ ফুটবলারের শিরোপা জিতলেন। ইজিপ্টের ফুটবলার সালাহ, যিনি সেরা একাদশে থাকার সুযোগ পেয়েছেন প্রিমিয়ার লীগ খেলার সুবাধে। খেতাব জয়ের পর তিনি বলেছেন, ‘ছেলেবেলা থেকেই আমার এই খেতাব জয়ের ইচ্ছা ছিল। এখন এটা নিয়ে আমি দ্বিতীয় বারের জন্য এই খেতাব জিতলাম।’

তাঁর দুরন্ত গোল করার ক্ষমতা, টিম-মেট সাদিয় মানে ও আর্সেনালের পেরি এম্ব্রিক আউবামেয়াং কে হারিয়ে তাঁকে খেতাব জিততে সাহায্য করেছিল। এই পুরস্কার জেতার পর সালাহ ও মানে কে পপষ্টার ইউসু এন্ডু র সঙ্গে স্টেজে ডান্স করতে দেখা যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট