পশ্চিম মেদিনীপুরে ফের বিজেপি ছেড়ে তৃনমূলে


বুধবার,০৯/০১/২০১৯
463

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর : একদিকে যেখানে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিজেপিতে যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, অন্যদিকে অনুপম হাজরাকে দল থেকে বহিস্কার করেছে , ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরে বিজেপি পঞ্চায়েত সদস্য সোমা মান্ডি সহ বেশ কয়েকজন বিজেপি মন্ডল নেতৃত্ব ও কর্মী, সমর্থকরা বুধবার যোগ দিলেন তৃণমূলে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনা রোডের বিজেপির পঞ্চায়েত সদস্যা সোমা মান্ডি, চন্দ্রকোনা রোডের মন্ডল সভাপতি শম্ভু মান্ডি, তাম্বর টুডুর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে গ্রহণ করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।

অজিত বাবু বলেন, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে, বিজেপির উন্নয়ন বিরোধীতার প্রতিবাদ করে, মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মমতা বন্দোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করে আজ এঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জেলা পরিষদের সভাধিপতি তথা ঐ অঞ্চলের তৃণমূল নেত্রী উত্তরা সিংহ হাজরার সঙ্গে এঁরা যোগাযোগ করে তৃণমূলে যোগদানের কথা জানিয়ে ছিলেন। আজ অনেকে আসতে পেরেছেন, আবার অনেকে আসতে পারেননি। আমরা এঁদের দলে গ্রহণ করলাম। আমি যা আভাস পাচ্ছি ঐ ব্লকের আরো যত বিজেপি আছে প্রায় সবাই এক এক করে তৃণমূলে যোগদান করবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট