সুবর্নজয়ন্তী উৎসব উপলক্ষে চাঁদের হাট কারবালা বালিকা বিদ্যালয়ে


বুধবার,০৯/০১/২০১৯
859

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আজ সুবর্নজয়ন্তী উৎসব উপলক্ষে এক বর্নাঢ্য অনুস্টানের আয়োজন করেছিলো ভাঙড়ের কারবালা বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী মাননীয় আব্দুর রেজ্জাক মোল্যা,ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিত মন্ডল,দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য নান্নু হোসেন,বিশিষ্ট সমাজসেবী অহিদুল ইসলাম,আব্দুর রহিম মোল্লা,মিজানুর আলম সাইফুদ্দিন ইসলাম,বিকাশ মন্ডল প্রমুখ। এদিন কারবালা বিদ্যালয়ের প্র্ধান শিক্ষিকা সুপ্রিয়া দাস জানান বিদ্যালয়ের ছেলেমেয়েদের জন্য তারা স্মার্ট ক্লাস রুম এর ব্যাবস্থা করছেন।এছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফ, নারীদের শিক্ষার উপর সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান,বিদ্যালয়ে এনসিসি ইউনিট চালু করা হয়েছে।যেখান থেকে ভবিষ্যৎ মেয়েরা সেনাবাহিনীতে যোগ দিতে পারে।মুলত বিদ্যালয়ের মেয়েদের প্রগতিশীল ভাবধারার মধ্যে দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে তারা বদ্ধ পরিকর।এদিন বিশিষ্ট অতিথি তথা মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্যা বলেন,মেয়েরা হল অর্ধেক আকাশ।মেয়েদের সু শিক্ষিত করে তুলতে বিদ্যালয়ের এই কর্মসুচীকে তিনি কুর্নিশ জানান।পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকারা সমবেত হয়ে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।তখন মঞ্চ জুড়ে চাঁদের হাট।বর্তমানে নারী শিক্ষার প্রয়োজনীয়তার বার্তা দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।৫০ বছর পুর্তি উপলক্ষে এক বর্নাঢ্য অনুস্টানের মধ্যে দিয়ে বিদ্যালয়ের মেয়েদের সচেতনতা বৃদ্ধি ছিল আজকের এই অনুস্টানের মুল বিষয়। বহু ইতিহাসের সাক্ষী এই কারবালা বালিকা বিদ্যালয়ে।যা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সর্বসমক্ষে তুলে ধরেন।কারবালা বালিকা বিদ্যালয়ের এই প্রয়াস বর্তমান প্রজন্মকে অনুপ্রানিত করবে তা বলার অবকাশ রাখে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট