শুধু তো দুজনকে সাসপেন্ড করেছেন, আরও কতজন লাইনে আছে তা জানেন: সূর্যকান্ত মিশ্র


বুধবার,০৯/০১/২০১৯
761

বাংলা এক্সপ্রেস---

শুধু তো দুজনকে সাসপেন্ড করেছেন, আরও কতজন লাইনে আছে তা জানেন, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। দুই তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ ও অনুপম হাজরাকে দল থেকে বহিঃস্কার প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক এই মন্তব্য করেন। বুধবার সন্ধ্যায় গড়িয়াহাট মোড়ে সিপিএমের কলকাতা জেলা কমিটির জনসভায় এই মন্তব্য করেন সূর্য মিশ্র।

তাঁর অভিযোগ, বিজেপি হাতে করে এরাজ্যে নিয়ে এসেছে তৃণমূল। তৃণমূলের কোন নীতি আদর্শ নেই বলেই মন্তব্য তাঁর।সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, সিপিএমের নীতি আদর্শ অাছে। তাই দল থেকে কাউকে সাসপেন্ড করতে সে যত বড়ই হোন না কেন হাত কাঁপে না। কিন্তু তৃণমূলকে অপেক্ষা করতে হয়। সিপিএমের রাজ্য সম্পাদক আরও বলেন, ধর্মঘট ভাঙার পিছনে যে সময় দিয়েছেন তা না করে নিজের দলের পিছনে সময় দিন দলকে বাঁচাতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট