জঙ্গীপুরঃ মুর্শিদাবাদের জঙ্গীপুরে বনধ সমর্থন কারিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এদিন সকালে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জঙ্গীপুর লালগোলা রাজ্য সড়কে বনধ সমর্থনকারীরা রাস্তা অবরোধ করে। সেই সময় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে বনধ সমর্থকদের বাধা দিলে শুরু হয় পুলিসের সঙ্গে বনধ সমর্থককারীদের ধস্তাধস্তি। এরফলে বনধ সমর্থনকারীরা রাস্তায় শুয়ে পড়ে পুলিস তাদের টেনে হিচড়ে তুলে নিয়ে আসে। পরে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
জঙ্গীপুরে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
বুধবার,০৯/০১/২০১৯
539
বাংলা এক্সপ্রেস---