পথ দুর্ঘটনায় মৃত্যু এক ছাত্র আহত ২


মঙ্গলবার,০৮/০১/২০১৯
539

আক্তারুল খাঁন---

হাওড়া: বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে হাওড়া জয়পুর নকুবাড় এলাকায়। মৃত ছাত্রের নাম প্রীতম পোড়ে(১৯)। হাওড়া জয়পুরের পাইকবাসা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর আরও দুই সঙ্গি। তিনজনেই জয়পুর ফকিরদাস মহাবিদ্যালয় এর প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জয়পুরের মহাকালপুরে এক বন্ধুর জন্মদিনে বাইক নিয়ে গিয়েছিলেন প্রীতম ও তার দুই বন্ধু।

কেউই হেলমেট পরেছিলেন না। ঝিখিরা শ্যাওড়াবেড়িয়া রাস্তা ধরে ফেরার পথে নকুবাড়ের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দেওয়ালে ধাক্কা মারে। তিনজনই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তিন জনকে উদ্ধার করে জয়পুর অমরাগড়ি বিভূতিভূষণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রীতম কে মৃত বলে জানান। অন্য দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। মৃত ছাত্রের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট