তৃনমূলের ব্রিগেড সভা সফল করতে মহামিছিল


মঙ্গলবার,০৮/০১/২০১৯
500

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: ১৯ জানুয়ারি তৃনমূলের ব্রিগেড সভা সফল করার জন্য সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ এর অন্ত নেই। সারা দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছে তাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার জন্য। দেওয়াল লিখন থেকে শুরু করে বুথ স্তরে মিটিং মিছিল চলছে জোর কদমে। আজকে বামফ্রন্টের ডাকে দুইদিন ধর্মঘটকে ব্যার্থ করতে এবং আগামী ১৯ শে জানুয়ারি বৃগেড সমাবেশ কে সফল করতে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি মহামিছিলের আয়োজন করা হয়।

কিছুদিন আগে সবংএ সাংসদ মানস ভূঁইয়ার অনুগামী ব্লক তৃণমূল যুব সভাপতি আবু কালাম বক্স সবং মানস নব্য তৃণমূল কংগ্রেস এর ১৮ কিমি পদযাত্রা হয়। আজকে আদি তৃনমূল কংগ্রেস প্রভাত মাইতি ও অমুল্য মাইতি র তৃণমূল কংগ্রেস এর মহামিছিল বাড়জীবনপুর কিষান মান্ডী থেকে সবং বাজার পাড়া পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিকাশ ভুঁইয়া, প্রভাত মাইতি, জেলা পরিষদ এর কর্মাধ্যক্ষ অমুল্য মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট