১১ বনধ সমর্থনকারীকে গ্রেপ্তার করল ঘাটাল থানার পুলিশ


মঙ্গলবার,০৮/০১/২০১৯
466

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ঘাটাল-পাঁশকুড়া সড়কের ঘাটাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে সিপিএমের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব মিলে মোট ১১ জনকে ঘাটাল পুলিশ গ্রেপ্তার করল। শ্রমিকের মজুরি, পেট্রপন্যের মূল্য বৃদ্ধির মত একাধিক ইস্যুতে মোদী সরকারের বিরোধিতা করে বামপন্থী গণ সংগঠনগুলি আজ ও কাল দেশব্যপি ধর্মঘট ডেকেছে। এর জেরে রাজ্যের জেলায় জেলায় আজ সকাল থেকেই সিপিএমের কর্মী সমর্থকদের পথে নামতে দেখা গেল।

ঘাটাল শহরেও সিপিএমের নেতৃত্বরা তাদের সমর্থকদের নিয়ে মিছিল করে ঘাটালের বাজারে দোকানদারদের ধর্মঘটে সামিল হতে বলে। পরে তারা ঘাটাল পাঁশকুড়া সড়কের ঘাটাল বাস স্ট্যান্ডের সামনে রাস্তায় পতাকা লাগিয়ে পথ অবরোধ করে দেয়। যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘাটাল থানার পুলিস বিশাল পুলিশ বাহিনী এনে সে অবরোধ উঠিয়ে দেয়। এই ঘটনার জেরে সিপিএমের নেতৃত্বদের গ্রেপ্তার করে ঘাটাল পুলিস। জানাগেছে সিপিএমের মোট ১১ জন নেতৃত্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট