বাংলার ঘরে ঘরে চলছে বড়ি দেওয়ার হিড়িক


সোমবার,০৭/০১/২০১৯
704

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: জাকিয়ে শীত পড়েছে পশ্চিম মেদিনীপুরে। শহরের তুলনায় প্রায় ১-২ ডিগ্রী কম তাপমাত্রা রয়েছে গ্ৰাম বাংলায়। সঙ্গে রয়েছে কনকনে উত্তুরে হাওয়া। এমনি অনুকূল মরসুমে বাংলার ঘরে ঘরে চলছে বড়ি দেওয়ার হিড়িক। শীতের সবজির সাথে বড়ির জুড়ি গ্ৰামের মানুষের রসনার স্বাদের তৃপ্তি আনে। তাই এই অনুকূল আবহাওয়াকে সঙ্গী করে চলছে বড়ি শিল্প। বিভিন্ন নক্সায় ভরে উঠেছে বড়ির বাহার। এই কনকনে শীতে গ্ৰাম বাংলার মহিলারা নিজেদের কে ব্যস্ত করে রেখেছে এই বাহারি বড়ি শিল্পে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট