নিজস্ব প্রতিবেদন ঃ লজ্জার হাত থেকে মুক্তি পেলো অজি বাহিনী। বিদেশের মাটিতে যেভাবে নিজেদের সেরাটা দিয়েছে ভারতীয় দল তা দেখে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। এদিন ট্রফি হাতে তুলে আবেগে ভেসে গেলেন ভারতীয় অধিনায়ক। আর সেই ছবি দেখে আবেগ প্রবন হয়ে পরেন সুনীল গাভাস্কারের মত কিং বদন্তি ক্রিকেটার। বিদেশের মাটিতে ভারতের এই সাফল্য গর্বিত করেছে ভারতবাসীকে। সিরিজ জয়ের পর উচ্ছ্বাসে মাতল ভারতীয় দল । এই টেস্ট জয়ের পর প্রশংসা কুড়িয়েছেন টিমের সকলেই। শুধু তাই নয় পুজারার দুরন্ত ইনিংস সিরিজ জয়ের পথে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছিল অজি বাহীনির কাছে। ঐতিহাসিক জয়ের জোয়ারে ভাসছে গোটা দল।
টিম পেইনদের ৩-১ এর লজ্জা থেকে বাঁচাল ভিলেন বৃষ্টি
সোমবার,০৭/০১/২০১৯
534
বাংলা এক্সপ্রেস---