নিজস্ব প্রতিবেদন ঃ এই টেস্ট জয়ের ক্ষেত্রে বিশেষ ভুমিকা নিয়েছেন পুজারা। তাঁর লম্বা ইনিংস মুগ্ধ করেছে সকলকে । দিনের শেষে জয়ের আনন্দে ভাসল টিম ইন্ডিয়া। কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে ইতিহাস গড়ল ভারতীয় দল। এদিন পুরস্কার নিয়ে পূজারা বলেন, ‘‘সাদা বলের ক্রিকেট খেলার জন্য আমাকে ভরও কাটতে হবে। কিন্তু টেস্ট ক্রিকেট আমার কাছে সবার আগে। সব সময় সেটাই থাকবে।”টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা ফুটে উঠেছিল তাঁর চোখে মুখে। এই টেস্টে পুজারাকে নতুন করে আবিস্কার করল ক্রিকেট দুনিয়া।
ভারতের সিরিজ জয়ের অন্যতম নায়ক পুজারা
সোমবার,০৭/০১/২০১৯
570
বাংলা এক্সপ্রেস---