৫৫ বছর পর জয় পেল ভারতীয় ফুটবল টিম।


সোমবার,০৭/০১/২০১৯
639

বাংলা এক্সপ্রেস---

ভারত-৪(সুনীল-২,অনিরুদ্ধ-১,জেজে-১)

থাইল্যান্ড-১(তেরাসিল)

বাংলাএক্সপ্রেস:থাই ব্রিগেডকে বিধ্বস্ত করে এএফসি এশিয়া কাপে অভিযান শুরু করল ভারতীয় ফুটবল টিম।কনস্ট্যানটাইনের ছেলেরা আবুঢাবিতে ৪-১ গোলের বড় ব্যাবধানে জয় ছিনিয়ে নিয়েছে।উল্লেখ ৮ বছর পর ভারত এশিয়া কাপে সুযোগ পেয়েছে।আর সুযোগ পেয়েই দারুণ ভাবে কাজে লাগিয়েছে তারা।অধিনায়ক সুনীল দূরন্ত খেলে জোড়া গোল করেন।পাশাপাশি অনিরুদ্ধ থাপা এবং বদলি খেলোয়াড় হিসাবে খেলতে নামা জেজে একটি করে গোল করেন।ম্যাচে প্রথম গোলের খাতা খোলে ভারতীয় দলই।২৬ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল দেন সুনীল ছেত্রী।এরপর মরিয়া হয়ে ওঠে থাই ফুটবলাররা।ফলশ্রুতিতে ৩৬ মিনিটে গোলও পায় তারা।বানমাথানের ফ্রিকিক থেকে দূরন্ত হেডে গোল করেন তেরাসিল দাঙ্গদার।বিরতির সময় অবধিও খেলার ফলাফল দাঁড়ায় ১-১ এ।দ্বিতীয়ার্ধে আবার সুনীল ম্যাজিকে ভারত ২-১ এ এগিয়ে যায়।ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন দলের কনিষ্ঠতম সদস্য অনিরুদ্দ থাপা।৭৮ মিনিটে অনিরুদ্ধর পরিবর্তে মাঠে নামেন জেজে।নামার ২ মিনেটের মধ্যেই দলের জন্য চতুর্থ গোলটি করেন।৪-১ ব্যাবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।উল্লেখ দীর্ঘ ৫৫ বছর পর এএফসি এশিয়া কাপে জয় পেল ভারত।অন্যদিকে এটাই এই টুর্নামেন্টে সবচেয়ে বড় ব্যাবধানে জয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট