বিজেপির মুখে নেতাজীর নাম মানায় না: ফরওয়ার্ড ব্লক


রবিবার,০৬/০১/২০১৯
523

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাজনৈতিক স্বার্থে নেতাজীকে ব্যাবহার করছে বিজেপি। যে দল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, নেতাজীর আদর্শকে হত্যা করে, যে দলের সরকার নেতাজী সৃষ্ট প্ল্যানিং কমিশন তুলে দেয় সেই দলের মুখে নেতাজীর নাম মানায় না। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই ভাষাতেই বিজেপিকে আক্রমন করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি দ্বিচারিতা করছে। নরেন চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী অাজাদ হিন্দ সরকারকে যখন মান্যতা দিচ্ছে তখন আজাদ হিন্দ সরকারের পতাকাকে কেন মান্যতা দিচ্ছে না।

নেতাজীর ভাবনাকে তুলে ধরতে আগামী ১১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত রাজ্যব্যাপি নেতাজী ভাবনা যাত্রার আয়োজন করবে ফরওয়ার্ড ব্লক। রাজ্যের তিন প্রান্ত থেকে এই যাত্রা শুরু হয়ে ২১ জানুয়ারি পৌঁছবে নেতাজীর বাসভবন এলগিন রোডে। এই কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতানেত্রী যোগ দেবেন। আজাদ হিন্দ সরকারের সেই সময়ের পতাকা ত্রিরঞ্জিত পতাকার মাঝে লাম্ফিং টাইগার ও জয়হিন্দ ব্যাবহার হবে ওই কর্মসূচিতে, জানালেন নরেন চট্টোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট