মিড ডে মিলের খিচুড়িতে পোকা থাকার অভিযোগ


শনিবার,০৫/০১/২০১৯
437

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ হরিহরপাড়ায় মিড ডে মিলের খিচুড়িতে পোকা থাকা নিয়ে অভিযোগ উঠল নশীপুর প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ স্কুলের মিড ডে মিলের খাবার খেতে গিয়েই পোকা দেখতে পায় পড়ুয়ারা। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিক্ষোভ দেখানো হয় স্কুলে। তবে স্কুল কতৃপক্ষ বলেন তারা পরিস্কার পরিচ্ছন্ন করেই খাবার দেওয়ার চেষ্টা করে। তবে কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার চেষ্টা করছে তারা।

ঘটনার খবর পেয়ে হরিহরপাড়ার বিডিও পূর্নেন্দু স্যান্যাল সেখানে গিয়ে উপস্থিত হন। তিনি গোটা বিষয়টি ঘুরে দেখেন এবং মজুত চালের গোডাউনটিও ঘুরে দেখেন। স্কুল কতৃপক্ষকে নির্দেশ দেন যাতে আগামীতে পরিস্কার পরিচ্ছন্ন করে খাবার দেওয়া হয়। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়। আগামীতে যাতে এই ঘটনা না ঘটে তা দেখার নির্দেশ দেন বিডিও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট