বন্ধ হতে পারে আপনার প্রিয় ম্যাগি নুডলস


বৃহস্পতিবার,০৩/০১/২০১৯
375

বাংলা এক্সপ্রেস---

শিরোনামটি পড়ে চমকে গেলেন বুঝি। হ্যাঁ এটাই সত্যি। বন্ধ হতে পারে আপনার প্রিয় ম্যাগি নুডলস। সুত্রের খবর, ম্যাগি নুডলসে রয়েছে যা শরীরের পক্ষে ক্ষতিকারক। সাধারণ মানুষকে ভুল পথে চালিত করে ৬৪০ কোটি টাকা ক্ষতিপুরন দাবি করা হয়েছে।২০১৫ সালে নেসলে কম্পানির এই প্রোডাক্ট নিয়ে শোরগোল পড়েছিল বাজারে। সেই সময় নেসলে বিখ্যাত এই প্রোডাক্ট টিকে বাজার থেকে তুলে নেয়। কিন্তু আবার ধাক্কা খেলো এই প্রোডাক্টটি। কারন সবার ঘরে ঘরে আজ এই প্রোডাক্ট খুবই জনপ্রিয়। ২ মিনিটে সুস্বাদু খাবার তৈরিতে ম্যাগির জুড়ি মেলাভার।

বাচ্চার টিফিন থেকে শুরু করে অফিসের টিফিন ম্যাগিমাস্ট। কিন্তু পরীক্ষা নিরিক্ষা করার পর সীসা মেলায় আবার পরীক্ষার মুখে পড়তে চলেছে সবার প্রিয় ম্যাগি। প্রতিনিদিনের টিফিনে অনেকেই এই নুডলস ব্যাবহার করেন। কিন্ত এই খবর সামনে আসার পর সন্দেহ বাসা বেধেছে আমজনতার মনে। পছন্দের এই খাবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকেই ইতিমধ্যেই। স্বভাবিক ভাবেই খাবারের গুনগত মান প্রশ্নের মুখে দঁাড় করিয়ে দিয়েছে বিখ্যাত এই প্রোডাক্ট টিকে। সব মিলিয়ে আবার প্রশ্নচিহ্নের মুখে ম্যাগি নুডলস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট