সুতিঃ সুতিতে আবার একজন বাংলাদেশী এবং দুইজন ভারতীয় গোরু পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিস। মঙ্গলবার রাত্রে সুতি থানার পুলিস টহল দেওয়ার সময় দেখতে পায় কয়েকজন গোরু পাচারকারী গোরু নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে। সেই সময় পুলিস ১০টি গোরু সহ ৩জন পাচারকারীকে আটক করে। ধৃত মহম্মদ কাশিমের বাড়ি বাংলাদেশ, কেতাবুল সেখ এবং সাবির সেখের বাড়ি ভারতে বলে জানা গিয়েছে। ধৃত তিন জনকে বুধবার আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে খবর।
একজন বাংলাদেশী এবং দুইজন ভারতীয় গোরু পাচারকারী গ্রেপ্তার
বুধবার,০২/০১/২০১৯
624
বাংলা এক্সপ্রেস---