বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে জখম এক শিশু সহ চার


বুধবার,০২/০১/২০১৯
507

বাংলা এক্সপ্রেস---

ভরতপুরঃ বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে এক শিশু সহ জখম চার। বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গাঙ্গেড্ডা মোড়ে কান্দী সাঁইথিয়া রাজ্য সড়কের উপরে ঘটনাটি ঘটেছে। এদিন সকালে সালার থেকে কান্দী যাচ্ছিল একটি বেসরকারী বাস। সেই সময় কান্দী হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স সদ্যজাত শিশুকে যাচ্ছিল ভরতপুর সিজগ্রামের দিকে যাচ্ছিল।

এমন সময় ভরতপুর গাঙ্গেড্ডার কাছে বেসরকারী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ওই অয়াম্বুলেন্সটিকে ধাক্কা মারে। ঘটনায় জখম সদ্যজাত শিশু সহ চারজন। তাদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক ছিল বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভরতপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট