বেলডাঙ্গাঃ বেলডাঙ্গায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। ধৃত ব্যাক্তির নাম মতিন বিশ্বাস। বুধবার সকালে বেলডাঙ্গা থানার পুলিস গোপনে খবর পেয়ে বেলডাঙ্গার কাজিসাহা কালভেটের কাছে ওত পেতে থাকে। সেই সময় এলাকার কুখ্যাত দুস্কৃতি মতিন বিশ্বাস নামে এক ব্যাক্তিকে আটক করে।
তার কাছ থেকে উদ্ধার হয় ১টি 9mm পিস্তল, ১টি 7mm ওয়ান সাটার এবং ২রাউন্ড তাজা কার্তুজ। পুলিস ধৃত দুস্কৃতিকে হাতেনাতে গ্রেপ্তার করে। সূত্রের খবর বেলডাঙ্গা থানার পুলিস দীর্ঘদিন ধরে এই কুখ্যাত দুস্কৃতিকে ধরার চেষ্টা করছিল। আজ তাকে ধরতে সক্ষম হয়েছে। বুধবার ধৃতকে জেলা জজকোর্ট আদালতে তোলা হলে তাকে পুলিস হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিস।