খুব শীঘ্রই মোদির জীবনি নিয়ে সিনেমা আসতে চলছে


বুধবার,০২/০১/২০১৯
1012

পিয়া গুপ্তা---

মোদীর জীবনের ওপর সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক উমঙ্গ কুমার। জানা গেছে, খুব শিঘ্রই
নরেন্দ্র মোদীর উপর একটি বায়োপিক করতে চলছেন পরিচালক। জানা গিয়েছে, অভিনেতা বিবেক ওবেরয় রয়েছেন মূখ্য ভূমিকায়।

প্রথমে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালের এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও; পরে সরে যান তিনি। তাঁর জায়গায় নেওয়া হয় বিবেক ওবেরয়কে। জানা যায়, সম্ভবত ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগেই মুক্তি পাবে এই ছবি।পরিচালক ছবির নাম অবশ্য এখনও ঠিক হ হয়নি বলে জানিয়েছেন। এই ছবির হাত ধরেই আবারও নাকি বিবেক বলিউডে কামব্যাক করতে চলছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট