দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যু পর তিনমাস ১০ দিন পর দাড়িভিটের মাটিতে পা রাখল পুলিশ। পুলিশ দাড়িভিট হাইস্কুল মাঠে হাজির হতেই নিহতের পরিবারের লোকেরা পুলিশকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সেখান থেকে চলে আসে। আগামী ৬ জানুয়ারি দাড়িভিট হাইস্কুল মাঠে তৃনমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ সমর্থনে এক সভার আয়োজন করেছে তৃনমূল কংগ্রেস। সেই সমাবেশে প্রধান বক্তা শুভেন্দু অধিকারি। কিন্তু ২০ সেপ্টম্বর দাড়িভিটে দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হওয়ায় নিহতের পরিবার সি বি আই তদন্তের দাবিতে অনড়।
এই দাবিতে নিহতের পরিবার লাগাতর অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এখন ও সেই দাবি আধরা। নিহতের পরিবারের ক্ষোভের মধ্যেই আগামী ৬ জানুয়ারী দাড়িভিটে সভার ডাক দিয়েছে শুভেন্দু অধিকারি। নিহতের দাবি পূরন না হওয়া পর্যন্ত দাড়িভিট হাইস্কুল মাঠে কোন রাজনৈতিক দলকে সভা করতে দেবেন না আগেই হুমকি দিয়েছে নিহতের পরিবার। সেই হুমকি উপেক্ষা করে আজ সেই এলাকায় পরিদর্শনে যায় পুলিশ।বিশাল পুলিশবাহিনী এলাকায় গেলেও নিহতদের বিক্ষোভের মুখে পড়ে তাদের সেখান থেকে ফিরে আসতে হয়। এই সভাকে কেন্দ্র ক্রমশ ই পারদ চরছে। জোর করে তৃনমূল কংগ্রেস সভা করতে গেলে বড় ধরনের গন্ডোগোলের আশঙ্কা করছে রাজনৈতিক মহল।