কলকাতা: নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। মা মাটি মানুষকে বলি জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন।
রাত 12 টায় সাইরেন বাজানো হবে। পোর্ট কে আমরা বলবো সাইরেন বাজানোর জন্য।
আজ বই মেলা নিয়ে আমরা meeting করেছি।
আমাদের সরকার অনেক কিছু করতে চাই। কিন্তু আমাদের টাকা সীমিত। Review income এর বেশি টাকা চলে যায় সরকারের ঋণ শোধ করতে।
নতুন স্কিম
টাকা অভাব আছে তাও ম্যানেজ করে করা হচ্ছে।
কৃষি জমিতে আমরা খাজনা মকুব করে দিয়েছি। মিউটেশন অনলাইনে হবে।
আমাদের বাংলায় সব থেকে বেশি কৃষক পরিবার। জলে ঘেরা অনেক জায়গা আছে। আমাদের এখানে 72 লক্ষ কৃষক পরিবার। অনেক কৃষকদের প্রিমিয়ামের টাকা আমরা দিচ্ছি। দিল্লি সরকার আমাদের টাকা তুলে নিয়ে যায়।
1 কৃষক পরিবার গুলোর ভবিষ্যতকে সুরক্ষিত করতে আমরা নিজেরাই আসুরান্স মডেল। 18 বছর থেকে 60 বছর পর্যন্ত। যে কোন কারণে মৃত্যু হলে সরকার তাদের 2 লাখ টাকা দেবে। এই প্রজেক্টের নাম কৃষক বন্ধু। কাল থেকে চালু হবে। এর জন্য কয়েকশো কোটি টাকা খরচ হবে আমাদের।
2. কৃষক বন্ধু
একর প্রতি পাঁচ হাজার টাকা দেওয়া হবে কৃষকদের জন্য প্রতি বছর। ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া হবে। দুটি ভাবে এই টাকা দেওয়া হবে।