বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক


সোমবার,৩১/১২/২০১৮
482

বাংলা এক্সপ্রেস---
রানীনগরঃ বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক মুর্শিদাবাদের রানীনগরে। ধৃত যুবকের নাম তারিফ সেখ(১৯)। রানীনগর থানার পুলিস রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে রানীনগরের কূপতলা এলাকা থেকে তারিফ সেখ নামে এক যুবককে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে ১টি 7mm পিস্তল, ১টি ৩০৩পাইপগান, ৩টি ১২বোরের পিস্তল, ১টি মাস্কেট এবং ৬রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
ধৃত যুবকের বাড়ি রানীনগর থানার বামনাবাদ মহাতাব কলোনী এলাকায় বলে জানা গিয়েছে। ধৃত ব্যাক্তি এলাকার কুখ্যাত দুস্কৃতি নামেই পরিচিত। তবে আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলেই পুলিস সূত্রে খবর। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিস। ধৃতকে সোমবার আদালতে তোলা পুলিস ৭দিনের পুলিস হাফাজতের আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট