মোটর বাইক আটকানোকে কেন্দ্র করে বচসা


সোমবার,৩১/১২/২০১৮
501

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ মোটর বাইক আটকানোকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে পুলিসের বচসা। পুলিসের মারে আহত মহিলারা, এলাকায় অবরোধ আতঙ্কিত এলাকাবাসী। সোমবার দুপুরে হরিহরপাড়া থানার গজনিপুর এলাকায় পুলিস মোটর বাইকের পেপার্স এবং হেলমেট চেক করার সময় এক বাইক আরোহী দ্রুত গাড়ি চালিয়ে পুলিসের হাত থেকে পালিয়ে যেতেএক যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে বাইক আরোহীটি। ঘটনায় বেশ কয়েকজন টোটোযাত্রী জখম হয়।

ফলে পুলিসের সঙ্গে গ্রামবাসীদের বিরোধ বাধে। এরপরেই হরিহরপাড়া থানার বিশাল পুলিস বাহিনী গজনিপুর এলাকায় গিয়ে গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে ঢুকে বাড়ির পুরুষ এবং মহিলাদের বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। বেশ ১০-১২জনমহিলা পুলিসের মারে আহত বলে জানা গিয়েছে। ঘটনার প্রতিবাদে গজনীপুর এলাকার হরিহরপাড়া-আমতলা রাজ্য সড়ক রাস্তায় বাঁশ ও গাছের ডাল ফেলে রাস্তা অবরোধ ও বিক্ষোভ অবস্থান শুরু হয়। প্রায় ১ঘন্টা ধরে অবরোধ চলে। পরে পুলিসের উপস্থিতিতে অবরোধ উঠে যায়। আতঙ্কিত এলাকার মহিলারা বাড়ি ছেড়ে এসে রাস্তায় আশ্রয় নিয়েছে।ঘটনায় ৪জনকে এলাকাবাসীকে পুলিস আটক করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট