স্বপন কুমার বাগের বয়লার ফার্মে গত এক বছরে চার বার চুরি


রবিবার,৩০/১২/২০১৮
658

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ডেবরা ব্লকের গৌরাংচকের বাসিন্দা স্বপন কুমার বাগের বয়লার ফার্মে গত এক বছরে চার বার চুরি হয়েছে। তিন মাস আগে প্রথম বার থানাতে লিখিত অভিযোগ জানানো হলেও থানা আজ পর্যন্ত তার কোনও রিপোর্ট দেয়নি বলে অভিযোগ। পরবর্তী সময় গত ৫ ডিসেম্বর রাতে ফের ওই ফার্মে চুরির ঘটনা ঘটে, ৬ ডিসেম্বর থানাতে আবার লিখিত অভিযোগ জানান স্বপন বাবু। তার রিসিভ কপিও দেওয়া হয়।

অভিযোগ, ১১ ডিসেম্বর থানাতে গেলে স্বপন বাবু জানতে পারেন তার অভিযোগের কোনোও এফ.আই.আর হয়নি। তিনি ওই দিন পুনরায় লিখিত অভিযোগ জমা দিতে গেলে সিসিটিভি ফুটেজ যে দুইজন ব্যক্তিকে তিনি চিনতে পেরেছেন তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে পুলিশ বাধ্য করে বলে অভিযোগ।

তবে এদিন অভিযোগটি এফ.আই.আর হয়েছে বলে জানা গেছে। স্বপন বাবু জানিয়েছেন, গত চার বারের চুরি হয়ে যাওয়া জিনিস গুলো হল ১টি টুলু পাম্প, ২টি মেশিন, সি. এফ. এল ল্যাম্প ৫০টি, ১৮টি পাখা,১টি চেয়ার, ফোরহুইলারের ২টি চাকা, ৪ কয়েল তার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট