বেলডাঙ্গায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক


শনিবার,২৯/১২/২০১৮
662

বাংলা এক্সপ্রেস---

বেলডাঙ্গাঃ শুক্রবার রাত্রে বেলডাঙ্গা থানার পুলিস বেলডাঙ্গা থানার বেদবেড়িয়া এলাকার এলাকার কুখ্যাত দুস্কৃতি তানাজুল সেখকে ওরফে তেজাব কে গ্রেপ্তার করে। বেশ কয়েকদিন থেকে কুখ্যাত দুস্কৃতিকে ধরার জন্য পুলিস গোপনে তল্লাশি চালাচ্ছিল। এদিন রাত্রে বেলডাঙ্গা থানার শিবনগর মোড়ের ৩৪নং জাতীয় সড়কের উপর থেকে পুলিস তাকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ১টি 7mm পিস্তল, ২টি মাসকেট, ২টি পাইপগান এবং ৫রাউন্ড তাজা কার্তুজ। পুলিস সূত্রে জানা গিয়েছে শনিবার ধৃত তানাজুল সেখকে আদালতে তোলা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট