ট্রাক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত এক কিশোর


শুক্রবার,২৮/১২/২০১৮
449

বাংলা এক্সপ্রেস---

রেজিনগরঃ ট্রাক ও টোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক কিশোর সহ আহত আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে রেজিনগর থানার বিকলনগর কালিবাড়ি এলাকা সংলগ্ন সর্বাঙ্গপুর রোড়ে। এদিন রাত্রে রেজিনগর থেকে একটি ট্রাক সর্বাঙ্গপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝায় টোটো গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরের।

মৃত কিশরের নাম নাজবুল সেখ(১২)। আহত চালক সহ আরও ৪জন। মৃত শিশুর বাড়ি আন্দুলবেড়িয়া পশ্চিমপাড়া এলাকায়। আহত যাত্রীদের মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রেজিনগর থানার পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট