মানসিক অবসাদে আত্মঘাতী এক সিআরপিএফ জওয়ান


শুক্রবার,২৮/১২/২০১৮
447

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। বৃহস্পতিবার লালগড়ে সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটালিয়নের ব্যারাকে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নীলাময় পাল (৩৬)। তিনি কনস্টেবল ছিলেন। তাঁর বাড়ি কলকাতার তিলজলা থানার পিকনিক গার্ডেনে। গত ৫ ডিসেম্বর নীলাময়বাবুর স্ত্রীর মৃত্যু হয়। তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। অস্ত্রোপচার করার সময় স্ত্রী মৃত্যু হয়। তার পর থেকে ভেঙে পড়েন নীলাময়বাবু।

তাঁর ৬ বছরের একটি মেয়ে আছে। বুধবার ডিউটিতে যোগ দেন তিনি। তাঁর বদলি হয়েছিল রায়পুরে ৬৫ নম্বর ব্যাটা‌লিয়নে। এদিন সকালে ব্যারাকে গুলির শব্দে অন্য জওয়ানরা ছুটে গিয়ে দেখেন গলায় সার্ভিস ইনসাস ঠেকিয়ে গুলি চালিয়ে দিয়েছেন তিনি। তাঁকে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। পরে ঝাড়গ্রাম হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের পরে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট