আগামী দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ডাক্তার এর সমস্যার সমাধান হবে: চন্দ্রিমা ভট্টাচার্য


বুধবার,২৬/১২/২০১৮
484

পিয়া গুপ্তা---

উত্তর দিনাজপুর: আগে রাজ্যের মেডিক্যাল গুলিতে  কম সিট না থাকার জন্য নতুন নতুন ডাক্তার তৈরি হচ্ছে নাতাই কোথাও নতুন করে ডাক্তার এখনই নিয়োগ করা সম্ভব হচ্ছে না বলে আজ উত্তর দিনাজপুরজেলা কালিয়াগঞ্জ তৃণমূলের মহিলা জেলা সম্মেলনে বক্তব্য রাখার পর সাংবাদিকদের এ কথা বলেন রাজ্যের স্বাস্থ্য  দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুততার সাথে এইসমস্যার সমাধান করার জন্য ইতিমধ্যে রাজ্যে নতুন নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করে দিয়েছে। যার মাধ্যমে আগামী দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ডাক্তার এর সমস্যা সমাধান হবে বলে তিনিআশা ব্যক্ত করেছেন। তিনি বলেন মেডিকেল এ সিট  কম থাকার জন্যই এই সমস্যা হচ্ছে এখন।

কিন্তু আগামী দিনে এই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ এর ফলে রাজ্যে এখন স্বাস্থ্য ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক পরিষেবা পাচ্ছে বিভিন্ন হাসপাতালগুলিতে। আগামী দিনে আরো সুযোগ-সুবিধা পেতে চলেছে সাধারণ মানুষ বলে স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট