সুতিতে ২০০কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন


মঙ্গলবার,২৫/১২/২০১৮
480

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ সুতিতে ২০০কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন। মঙ্গলবার দুপুরে সুতি থানার পুলিস আহিরন ব্রিজের কাছে ৩৪ নং জাতীয় সড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করে। সূত্রের খবর, আলুর গাড়িতে করে গাজা পাচার হচ্ছিল। এদিন আলুর গাড়িটি কুচবিহার থেকে আলু ভর্তি করে নদীয়ার করিম পুরের উদশ্যে নিয়ে যাচ্ছিল।

সেই সময় সুতি থানার পুলিশ আহিরন ব্রীজের কাছে ৩৪নং জাতীয় সড়কের উপর গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ২০০কেজি গাঁজা সহ তিন ব্যাক্তিকে হাতে নাতে তাদের ধরে তাদের গ্রেপ্তার করে। গাঁজা পাচারে ধৃতরা বিকাশ মন্ডল, সম্রাট মন্ডল এবং অরবিন্দ দাস এদের প্রত্যেকের বাড়ি নদীয়া জেলায় বলে জানা গিয়েছে। পুলিস তাদের আদালতে তুলবে বলে জানিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট