সান্তার পােশাকে ঝাড়গ্রামের এসডিপিও


মঙ্গলবার,২৫/১২/২০১৮
453

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: সান্তার পােশাকে ঝাড়গ্রামের এসডিপিও দীপককুমার সরকার। মঙ্গলবার দুপুরে পুলিশের পােশক ছেড়ে শান্তার পােশাকে বেরিয়ে পড়েন তিনি। ঝাড়গ্রামের মিনিচিড়িযাখানা থেকে শুরু করে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ন এলাকায় কচিকাচাদের হাতে চকোলেট তুলে দেন তিনি। এসডিপিও দীপককুমার সরকার বলেন, ‘প্রায় ছ’শাে চকলেট তুলে দিয়েছি বাচ্চাদের হাতে। আর বলেছি ভালাে করে পড়াশুনা করতে।

সাধারনত পুলিশকে দেখাযায় অন্য কাজে কখনও বা রাস্তা আটকে গাড়ী থেকে অর্থ আদায় করতে কিন্তু হঠাৎই রাস্তার মাঝে সান্তার সাজে পুলিশকে হচচকিত মানুষজন। তারপর যদি সেই সান্তার হাত থেকে চকলেট ও কেক পাওয়াযায় তাহলে তো আর কথাই নেই। চকলেট ও গিফট পেয়ে খুশি বাচ্চারাও। অভিভাবকদের কেউ কেউ সেই মুহূর্তও মােবাইলে ছবি তুলে রাখেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট