সুতিঃ চোলাই মদ উদ্ধারে গ্রেপ্তার তিন, তাদের মধ্যে একজন মহিলা। সুতি থানার পুলিশ রবিবার রাতে কাদুয়া ব্রীজ এলাকায় তল্লাশি চালিয়ে ৩০লিটার চোলাই মদ উদ্ধার করে। কাদুয়া থেকে সামিউল সেখ, নদাই থেকে অশোক মন্ডল এবং কাদুয়া থেকে মাত্র মহিলা অনু রাজবংশীকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিস। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে।
চোলাই মদ উদ্ধারে গ্রেপ্তার তিন
সোমবার,২৪/১২/২০১৮
541
বাংলা এক্সপ্রেস---