এলাকার দুস্থ আদিবাসী মহিলাদেরকে শীতবস্ত্র হিসেবে কম্বল দান করলেন টিম অনুভুতি সমাজ সেবী সংস্থা। সংস্থার পক্ষে টুপাই ঘোষ জানান, সোমবার চোপড়ার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের রহুগছ আদিবাসী পাড়ায় দুস্থ মহিলাদেরকে ১৫টি কম্বল দান করা হয়। কম্বল পেয়ে খুশি আদিবাসী দুস্থ মহিলারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
লাকার দুস্থ আদিবাসী মহিলাদেরকে শীতবস্ত্র
সোমবার,২৪/১২/২০১৮
536
বাংলা এক্সপ্রেস---