ডেবরা হরিমতি হাইস্কুল মাঠে শুরু হয়েছে তিনদিনের নক আউট ক্রিকেট টুর্নামেন্ট


রবিবার,২৩/১২/২০১৮
815

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : ডেবরা হরিমতি হাইস্কুল মাঠে শুরু হয়েছে তিনদিনের নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। বিজয় কৃষ্ণ পাল, অনিল কুমার পাল এবং সন্তোষ ধাড়া ও ভানুমতি ধাড়া র স্মৃতি র উদ্দেশ্যে এই ক্রিকেট খেলা টি একাদশ বছর এ পা দিলো।১৬ টি টিমের খেলা। গতকাল ২২ শে ডিসেম্বর থেকে খেলা শুরু হয়েছে। আজ ছিল দ্বিতীয় দিন। বৃষ্টির জন্য কিছুটা সমস্যায় পড়তে হয় উদ্যোগকতাদের। সভাপতি রবীন্দ্রনাথ জানা, সম্পাদক অশোক রায় সদস্য সীতেশ ধাড়া জানান এই খেলাকে কেন্দ্র করে ডেবরা সহ পাশাপাশি এলাকার মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো। আগামীকাল খেলার ফাইনাল। উপস্থিত থাকবেন ক্রীড়াবিদ সম্বরন ব্যানার্জি।এই খেলা দেখতে মাঠে ভিড় উপচে পড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট