মূখ ও বধির পরিচারিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার


রবিবার,২৩/১২/২০১৮
495

বাংলা এক্সপ্রেস---

সালারঃ মূখ ও বধির পরিচারিকার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সালারে। মৃত পরিচারিকার নাম ফেনী মাঝি (৫০)। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার সালার থানার মালহাটি কান্দরা গ্রামের দাসপাড়া এলাকায়। এদিন সকালে স্থানীয়রা দেখতে পায় কান্দরা গ্রামের দাসপাড়ায় খড়ের গাদায় এক মূখ ও বধির পরিচারিকার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে। তারা সালার থানায় খবর দিলে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর মৃত পরিচারিকা ওই গ্রামেরই মাঝিপাড়ার বাসিন্দা। সে মূখ ও বধির কোন কথা বলতে পারত না।

এলাকার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করত। স্থানীয়দের অভিযোগ মৃতদেহ দেখে তাদের মনে হচ্ছে কেউ তাকে শারিরীক অত্যাচার করে প্রমান লোপাটের জন্য খুন করেছে। শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। এমনকি মৃতার মুখ থেতলে দেওয়া হয়েছে বলে তারা মনে করছে। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দী মর্গে পাঠিয়েছে। পুলিস জানিয়েছে মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে ওই মহিলার মৃত্যু হল। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে সালার থানার পুলিস তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট