বড়দিন উৎসবে এবার নয়া চমক পার্কস্ট্রীটে


রবিবার,২৩/১২/২০১৮
968

বাংলা এক্সপ্রেস---

শহরে শীতের মেজাজে আট থেকে আশি। বছর শেষে শহর জুড়ে রয়েছে নতুন চমক। শহরে এবার বড়দিন উৎসবে নয়া চমক থাকবে পার্কস্ট্রীটে। আর ১ দিনের অপেক্ষা, নতুন সাজে সেজে উঠেছে পার্কস্ট্রীট। শীতের চাদর মুড়ি দিয়ে, স্বপ্নপুরন করতে আসছে সান্টা। এই বড়দিনে আরো বড় উৎসব হতে চলেছে শহর কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রীটে। শুধু তাই নয় এই উৎসবে এখানে থাকছে নতুন চমক।তবে এবার শুধু কলকাতাতেই নয়, রাজ্যের আরও ৭টি জায়গাতেও বড়দিনের উৎসবের আয়োজন করা হবে।বড়দিনের সময় উৎসবের মেজাজে থাকে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর। আলো, ক্রিসমাস ট্রি-র শোভায় রোজকারের চেনা পার্কস্ট্রিট চত্বর কার্যত মায়াবী রূপ নেয়।

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বড়দিনের সময় কনকনে ঠান্ডায় কাঁপবে শহর কলকাতা।আলোর রোশনায় সকলকে ভাসাতে প্রস্তুত হচ্ছে পার্ক স্ট্রীটচত্বর।প্রতিবছরের মত এই বছরও বাঁধ ভাঙবে মানুষের ঢল পার্কস্ট্রীট জুড়ে। আর কিছু সময়ের অপেক্ষা, আট থেকে আশি এই বড়দিনকে আরো রঙ্গীন করে তুলতে মায়াবী সাজে সেজে উঠছে পার্কস্ট্রীট। চেনা কলকাতার এক অন্যতম প্রাণকেন্দ্র এটি। তবে বলা যায় বড়দিনের আগেই জমজমাট পার্কস্ট্রীট, ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অনেকে। সাল শেষের আনন্দ উপভোগ করতে গা ভাসিয়েছে সকলে। বড়দিনে শহরকে নিরাপত্তা বলয়ে মুড়ছে লালবাজার। প্রতি বছরের মতো এবারও পার্ক স্ট্রিট চত্বরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এই বড়দিন থেকে ইংরেজি বর্ষবরণ- সপ্তাহব্যাপী রঙিন হয়ে ওঠে কলকাতার পার্ক স্ট্রিট। আর তাই আজ থেকেই জমজমাট নগরীর রাজপথ থেকে অলিগলি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট