ঝাড়গ্রাম : হাতির তাণ্ডবে আতঙ্কে নয়াগ্রামের আড়রা গ্রাম। প্রায় ১৫টি বাড়িতে ভাঙচুর চালায় হাতির দল। আজ ভোরের দিকে তাণ্ডব চালায় প্রায় ৯৫টি হাতির একটি দল।বৃহস্পতিবার আড়রা গ্রামে পূর্ণবয়স্ক একটি হস্তিনীর মৃত্যু হয়। গতকাল তার দেহ উদ্ধার করে বনবিভাগ। বনবিভাগ জানিয়েছিল, ৯৫টি হাতির একটি দল দলমা থেকে নয়াগ্রামে ঢুকেছে। দলটিকে বৃহস্পতিবার দিনই ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর আবার তারা নয়াগ্রামের দিকে ফিরতে শুরু করে। সেই সময় মৃত্যু হয় হস্তিনীটির। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাধারণত কোনও জায়গায় হাতির মৃত্যু হলে হাতির দল সেই জায়গায় ফিরে এসে তাণ্ডব চালায়। তাই বৃহস্পতিবার হস্তিনীর মৃত্যুর পর থেকেই আতঙ্কে ছিলেন তাঁরা। বনবিভাগ সূত্রে খবর, আবার হাতির দলটিকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
হাতির তাণ্ডবে আতঙ্কে নয়াগ্রামের আড়রা গ্রাম
শনিবার,২২/১২/২০১৮
556
বাংলা এক্সপ্রেস---