মানিকপাড়ায় বধু হত্যার দায়ে গ্রেপ্তার হল সিভিক ভলেন্টিয়ার ও তার বাবা


শনিবার,২২/১২/২০১৮
519

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: বধু হত্যার দায়ে গ্রেপ্তার হল ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া থানার অন্তর্গত চিতলবনী গ্রামের এক সিভিক ভলেন্টিয়ার ও তার বাবা। পুলিশ সূত্রে পাওয়াখবর যে গতকাল রাতের বেলা ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ির থেকে ঝুলন্ত অবস্হায় ঘরের গৃহবধুকে পাওয়া যায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে lপুলিশ সূত্রে জানা যায় শিবু ঘোষের বয়স 32 মানিকপাড়ার চিতলবনীতে বাড়ী। আর তার স্ত্রী পিয়ালী ঘোষ তার বাড়ী পশ্চিমমেদিনীপুর জেলার খড়গপুরের তালবাগিচা তে। গত এক বছর আগে তাদের বিয়ে হয়। শিবু ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়িতে সিভিক ভলেন্টিয়ারের কাজ করত।

মৃত পিয়ালীর বাবা নেই তার কাকা শৈলেন বেরা মানিকপাড়া থানায় শিবু ও তার বাবা ও মা মোট তিনজনের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে যে আমাদের মেয়েকে শশুরবাড়ীর লোকজন মেরেফেলেছে। ওই অভিযোগের ভিত্তিতে শিবু ও তার বাবা অনুশীলন ঘোষকে গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতের বেলায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায় এবং শিবু ও তার বাবা অনুশীলন ঘোষ কে কোর্টে তোলা হয়েছে। পুলিশ পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট