ভাঙ্গড়রে শুরু হল ছাত্র যুব উৎসব। এই অনুস্টানে অংশগ্রহন করেছিলেন এলাকার ছাত্রাছাত্রীরা।এছাড়াও আজকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুস্টান এর আয়োজন করেছিল কর্তৃপক্ষ। তারমধ্যে ছিল বক্তৃতা, আবৃত্তি,নাচ,ইত্যাদি। সাধারণ মানুষ আজ ভিড় জমিয়েছিল এই অনুস্টানে। সকাল ১১টা থেকে এই অনুস্টানের সুচনা হয়।এদিন অনুস্টানে উপস্থিত ছিলেন ব্লকের প্রতিনিধিরা,পঞ্চায়েত সমিতির নানান সদস্যরা। এদিন সেরা প্রতিযোগিতার বেছে নিয়ে পুরস্কার প্রদান করা হয়।সুতরাং বলা চলে ভাঙর ব্লক এই অনুস্টান এলাকার নানান প্রতিভাবান ব্যাক্তি উত্থান ঘটবে বলে মনে করছে অনেকে।এদিন লোকসংগীত, থেকে শুরু করে নানান ধরনের সাংস্কৃতিক অনুস্টান পরিবেশন করা হয়।আজ বাংলা এক্সপ্রেসে তা সরাসরি সম্প্রচারিত করা হয়েছে।এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের এই ধরনের প্রতিযোগিতা আরো আগ্রহী করে তুলবে বলে মনে করছে বিদ্দজনেরা।
এদিন আঁকা প্রতিযোগিতা অঅংশগ্রহণ করেছিলেন এলাকার বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা। সমাজে দুস্থ গরীব ছেলেমেয়েরা এই উৎসবের নতুন মুখ হয়ে উঠবে তা সহজেই অনুমেয়।শুধু তাই নয় এদিন অভিভাবকদের সাথে উপস্থিত ছিলেন প্রতিযোগিতারা।বক্তব্য পাঠ থেকে শুরু করে আঁকা প্রতিযোগিতায় উঠে এলো একঝাঁক নতুন মুখ।ক্ষুদেরা এদিন সকাল থেকে উত্তেজিত ছিল।তারা এইসকল প্রতিযোগিতায় অংশগ্রহন করে তারা যে খুব খুশি তা তাদের চোখে মুখে ফুটে উঠছিল।সব মিলিয়ে এই উতসব ভবিষ্যত অনেক নতুন তারকার জন্ম দেবে তা নিয়ে আশাবাদী বিদ্দজনেরা। ভাঙরে ২ নম্বর ব্লকে এই অনুস্টানে অংশগ্রহন এর মধ্যে দিয়ে এক নতুন অধ্যায়ের সুচনা হবে তা বলাই যায়।
https://youtu.be/f4I83WANEjs