ঝাড়গ্রাম: জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের জ্ঞানের বিকাশ ঘটানোর লক্ষ্যে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়ন। ঝাড়গ্রামের নেতাজি আদর্শ হিন্দি স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ২৯ জন ছাত্রকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। সবুজ সঙ্কেত দিয়ে ভ্রমণের সূচনা করেন সিআরপিফ ১৮৪ নং ব্যাটালিয়নের সিইও আনন্দ ঝাঁ। তিনি জানান, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটি ও ইকোপার্ক সহ কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করানোই এই ভ্রমণের উদ্দেশ্য। দুদিনের সফরে থাকা খাওয়া,গাইড থেকে নিরাপত্তার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে সিআরপিএফের পক্ষ থেকে।
পড়ুয়াদের জ্ঞানের বিকাশ ঘটানোর লক্ষ্যে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন সিআরপিএফের
শুক্রবার,২১/১২/২০১৮
793
বাংলা এক্সপ্রেস---