বিদেশে কাজ করতে গিয়ে আটকে রাখার অভিযোগ


বৃহস্পতিবার,২০/১২/২০১৮
1270

বাংলা এক্সপ্রেস---
সালারঃ বিদেশে কাজ করতে গিয়ে সেখানে আটকে রাখার অভিযোগ মুর্শিদাবাদের যুবককে। ঘটনাটি ঘটেছে কান্দী মহকুমার সালার থানার কাটুন্দি গ্রামের যুবক সন্তু দাসের ক্ষেত্রে। সূত্রের খবর কিছুদিন আগে কাজের সন্ধানে দুবাই গিয়েছিল ওই যুবক। সেখানে গিয়ে বিপদে পড়ে ওই যুবক বলে অভিযোগ যুবকের পরিবারের। পরিবারের লোক জানায় সেখানকার দালালরা সন্তুর ভিসা ও পাসপোর্ট কেড়ে নিয়েছে।
তারপর তাকে একটি ঘরে তালা বন্ধ করে রাখা হয়েছে। সন্তু ফোন করে কান্নাকাটি করে বাড়িতে আসার জন্য। বাড়ির লোকজনের অভিযোগ তারা দালালের সঙ্গে যোগাযোগ করলে দালালরা ওই যুবককে বাড়ি ফেরানোর জন্য ১০হাজার টাকার দাবী করে। কিন্তু গরীব পরিবারের কাছে টাকা না থাকার জন্য তাকে বাড়িতে আনার কোন ব্যাবস্থা করে নি দালালরা।  তাই বুধবার বাধ্য হয়ে ওই যুবকের মা অঞ্জলী দাস মুর্শিদাবাদের জেলাশাসক পি উলগানাথানের কাছে সাহায্য প্রার্থনা করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট