সারা বাংলা জুড়ে আজ পথে নামল কেবল অপেরেটার ইউনিয়ান


মঙ্গলবার,১৮/১২/২০১৮
777

বাংলা এক্সপ্রেস---

আজ সারা বাংলা জুড়ে ট্রাইয়ের নতুন নিয়মের বিরুদ্ধে পথে নামল সারা বাংলার অপারেটাররা। এই নিয়মের ফলে গ্রাহকরা তাদের পছন্দের বিনোদন থেকে বঞ্চিত হতে পারেন বলে মনে করছেন অনেকে। ২৯ ডিসেম্বর থেকে কেবল চ্যানেলে গ্রাহকদের স্বার্থে আজকের এই ডেপুটেশান জমা দিল অপারেটারস ইউনিয়ান। তাদের বক্তব্য অনুসারে, চ্যানেলের মূল্যবৃদ্ধির ফলে খেটে খাওয়া মানুষেরা বিনোদন থেকে বঞ্চিত হতে পারেন। শুধু তাই নয়, এর ফলে সমস্যার সন্মুখীন হচ্ছেন বাংলার কেবল অপারেটারগন। ফলস্বরূপ তারা আজ রাস্তায় নামলেন।

শুধু তাই নয় ট্রাইয়ের এই শোষণ নীতির প্রতিবাদ জানিয়েছেন এদিন বিশ্ব বাংলার অপারেটার ইউনিয়ান। দীর্ঘ দিন ধরে তারা মানুষকে স্বল্পমুল্য কেবল পরিষেবা দিয়ে আসছেন, কিন্তু ট্রাইয়ের নতুন নিয়মের ফলে তাদের পক্ষে এত কম খরচে আর পরিষেবাগুলি দেওয়া সম্ভব হবে না। এছাড়া আমজনতা কথা মাথায় রেখে তারা আজকের এই কর্মসুচী বেছে নিয়েছেন। তাদের দাবি অবিলম্বে প্রতিটি চ্যানেলের মূল্য বৃদ্ধি কমাতে হবে। এছাড়া নতুন নিয়ম বাতিল করতে হবে। আমজনতা কে বিনোদন এর আলোয় আনতে হবে। এই ছিল তাদের মুল বক্তব্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট