পশ্চিম মেদিনীপুর: পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক তথা মেদিনীপুর বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টার মধুসূদন গাতাইত। পরিবার সুত্রে খবর, গতকাল কলকাতা বিমানবন্দর থেকে মেয়েকে আনতে গাড়িতে করে স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছিলেন মধুসূদন বাবু। ফেরার পথে গভীর রাত ১-১ঃ৩০ নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কাছে জাতীয় সড়কে লরির সাথে মধুসূদন বাবুর গাড়ির ধাক্কা লাগে। ঘটনায় প্রান হারান এই শিহ্মক। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী, মেয়ে ও গাড়ির চালক ভর্তি হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া মেদিনীপুর শহর জুড়ে। মাত্র ৫০ বছর বয়সী এই শিহ্মক কে সকলে ভদ্র, নম্র একজন ভালো মানুষ হিসেবেই চিনতেন। রাজনীতিতে কোন বড় পদাধিকারী না হলেও শিহ্মা মহল ও রসজনীতির মহলে এক ডাকে সকলে চিনতেন। ঘটনার জেরে মন ভার অধিকাংশ শহরবাসীর।
পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক
মঙ্গলবার,১৮/১২/২০১৮
654
বাংলা এক্সপ্রেস---