সুশান্ত, রণবীর এর পর সারা কে দেখা যাবে টাইগারের সাথে?


মঙ্গলবার,১৮/১২/২০১৮
1367

পিয়া গুপ্তা---

সিম্বা এর পর নাকি টাইগারের সাথেই দেখা যাবে সাইফ কন্যা সারাকে। সম্প্রতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ “কেদারনাথ “সিনেমার মাধ্যমে  বলিউডে পা রাখলেন সাইফ কন্যা সারা। কেদারনাথের পর সিম্বা” তেও কাজ করছিলেন জোরদার।সিম্বাতে সারার সাথে বিপরিত চরিত্রে ছিলেন রণবীর সিং। কেদারনাথ ও সিম্বার পর সারা কে দেখা যাবে “বাগি থ্রি “তে এমনি জানা যাচ্ছে। খুব শীঘ্রই  আসতে চলছে. ‘বাগি থ্রি।

আর সেখানে’-টাইগারের সঙ্গে  এবারে নাকী দেখা যাবে সারাকে ।বলিউডে পা রাখতেই একের পর এক সিনেমায় কাজ করে বাজিমাত করে চলছেন সারা। ‘বাগি থ্রি’-এর জন্য পরিচালক সাজিদ নাদিয়াদ ওয়ালার নাকি সারাকেই পছন্দ। তাই সিম্বার পরে নাকি বাগী থ্রি তেঈ দেখা যাবে সারাকে।যা তার তৃতীয় নম্বর সিনেমা।সারার একের পর এক সিনেমা দেখে খুশি করিনা কাপুর ও। সম্প্রতি  বাবা সইফ আলি খানের সঙ্গে ‘কফি উইথ করণ’-এ হাজির হযেছিলেন সারা আলি খান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট