দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর কোণঠাসা কোহলি ব্রিগেড। প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে তাসের ঘরের মত ভেঙ্গে পরল ভারতীয় ইনিংস। বিসিসিআই এর মধ্যে দল ঘোষণা করে দিল দলে ডাকা হল হার্দিক পাণ্ড্যে ও মায়াঙ্কর আগরওয়ালকে। চোটের জন্য এতদিন বাইরে ছিলেন হার্দিক। আর মায়াঙ্ককে ডাকা হল পৃথ্বী শ-র জায়গায়। অনুশীলন ম্যাচে চোট পেয়েছিলেন পৃথ্বী। তাঁর পরিবর্তে ডাকা হল মায়াঙ্কর আগরওয়ালকে।
অন্যদিকে ভারতীয় ওপেনারদের ভরাডুবি এই দল পরিবর্তনের অন্যতম কারন বলে মনে করা হচ্ছে। এই দুই টেস্টে মুরলী বিজয় কে সেভাবে ছন্দে দেখা গেলো না। বলা যেতে পারে টেস্টে তাঁর সেই ইনিংস আর সেভাবে দাগ কাটেনি। অন্যদিকে লোকেশ রাহুল ব্যার্থ। সব মিলিয়ে ওপেনারের ঘাটতি বারবার বিপদে ফেলছে ভারতীয় দলকে। পৃথ্বী শ কে ভাবা হয়েছিল ওপেনার হিসাবে। কিন্তু তাঁর চোট আবার চিন্তায় ফেলে দিল টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় টেস্টের পরাজয়ের পর দলে জায়গা পেতে পারেন হার্দিক পান্ডীয়া ও মায়াঙ্কর আগরওয়াল এর মত তারকা ক্রিকেটাররা।